চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪
চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ মার্কশিট

চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪>>সম্পর্কিত আজকের এই আর্টিকেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আজ আমরা শুরু করতে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড এসএসসি পরীক্ষার রেজাল্ট সম্পর্কে। প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজ ১২ই মে রোজ রবিবার প্রকাশিত হয়ে গেল এসএসসি পরীক্ষার ফলাফল। ফলাফল দেখতে এবং এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে প্রয়োজনীয় সকল তথ্য পেয়ে যাবেন আমাদের এই আর্টিকেলটি থেকে। সুতরাং বিরক্ত মনে না করে পুরো আর্টিকেলটি জুড়ে আমাদের সঙ্গে থাকুন। এবং আপনার কাঙ্খিত ফলাফল দেখে নিন।
চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ মার্কশিট
আজ ১২ই মে প্রকাশিত হয়ে গেল এসএসসি পরীক্ষার ফলাফল। প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আপনারা যারা মার্কশিট সহ পরীক্ষার ফলাফল দেখতে চান তারা আমাদের দেয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর বোর্ডের নাম সিলেক্ট করুন এবং রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করুন। সঙ্গে সঙ্গে আপনার সামনে মার্কশিট সহ ফলাফল দেখতে পাবেন। চাইলে খুব সহজে সেখান থেকে ফলাফলের পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন।
চট্টগ্রাম বোর্ডের SSC রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম
প্রিয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থী বন্ধুরা আপনারা যারা চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ফলাফল দেখবেন। কি করে দেখবেন ?কিভাবে দেখবেন? মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করে থাকেন। ওয়েবসাইট দুটি হলwww.educationboardresults.gov.bdএবংhttps://https://dhakaeducationboard.portal.gov.bd/। এই দুটির যে কোন একটিতে প্রবেশ করুন এরপর চট্টগ্রাম বোর্ড সিলেক্ট করুন পর্যায়ক্রমে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিন এরপর সাবমিট করুন। সঙ্গে সঙ্গে আপনার ফলাফল মার্কশিট সহ দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্য প্রদান করে মার্কশিট সহ ডাউনলোড করতে পারবেন।
SSC ফলাফল ২০২৪ অনলাইনে যেভাবে দেখবেন
অনলাইনে ফলাফল দেখতে আপনার হাতে টাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে Google অথবা chrome অ্যাপসে প্রবেশ করুন। এরপর সার্চ অপশনে গিয়ে এসএসসি রেজাল্ট ২০২৪ লিখে সার্চ বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে যে কোন একটিতে প্রবেশ করুন অথবাসরাসরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর ফলাফলের তথ্য সম্বলিত একটি অপশন আসবে সেখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডের নাম লিখে সাবমিট করুন সঙ্গে সঙ্গে আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পাবেন।
মোবাইলে এসএমএসে SSC ফলাফল ২০২৪ যেভাবে দেখবেন
মোবাইলের মাধ্যমে SSC ফলাফল দেখতে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশানে প্রবেশ করুন। এরপর টাইপ করুন ssc স্পেস board স্পেস roll স্পেস 2024 পাঠিয়ে দিন 16222 নাম্বারে।প্রতিটি এসএমএস এর জন্য আপনার খরচ হবে ২ টাকা ৫০ পয়সা।
বোর্ড অনুযায়ী ফলাফল দেখার নিয়ম
সাধারণ বোর্ড
- Sms অপশনে গিয়ে টাইপ করুন ssc স্পেস board স্পেস roll স্পেস 2024
- উদাহরণ> Ssc Dha 01233255 2024 লিখে পাঠিয়ে দেন ১৬২২২ নাম্বারে।
মাদ্রাসা বোর্ড
- Sms অপশনে গিয়ে টাইপ করুন Alim স্পেস Mad স্পেস roll স্পেস 2024উদাহরণ> Alim Mad
- 12345678 2024 লিখে পাঠিয়ে দেন ১৬২২২ নাম্বারে।
কারিগরি বোর্ড
- Ssc স্পেস Tec স্পেস Roll স্পেস 2024
- উদাহরণ> Ssc Tec 2345687 2024 লিখে পাঠিয়ে দেন ১৬২২২ নাম্বারে।
আরও দেখুনঃএসএসসি রেজাল্ট ২০২৪ (সকল বোর্ড) SSC পরীক্ষার ফল মার্কশিট সহ
উপসংহার
পরিশেষে সকল এসএসসি পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মত এসএসসি ফলাফল ২০২৪ www.educationboardresults.gov.bd সংক্রান্ত আর্টিকেল থেকে বিদায় জানাচ্ছি। খোদাহাফেজ।